CARE LABEL

  • ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করার সময় কোল্ড ওয়াশ অপশনটি সিলেক্ট করুন।
  • কাপড় শুকানোর জন্য কড়া রোদ পরিহার করুন।
  • গাঢ় রং এর কাপড় এবং হালকা রং এর কাপড় আলাদা আলাদা ওয়াশ করুন।
  • কাপড়ে ব্লিচ অথবা ক্ষতিকারক ক্যামিক্যাল যুক্ত ডিটারজেন্ট ব্যাবহার করবেন না।
  • গরম পানিতে কাপড় ভিজিয়ে রাখবেন না। কাপড় ওয়াশ করার জন্য ট্যাপ এর      নরমাল পানি ব্যাবহার করুন।
  • ডিটারজেন্ট পানিতে ১০-১৫ মিনিট এর বেশি কাপড় ভিজিয়ে রাখবেন না।
  • কাপড় ধোয়ার সময় খুব জোরে কাচঁবেন না বা শক্ত ব্রাশ দিয়ে ঘষবেন না।
  • পানি ঝরানোর জন্য মোচড়াবেন না, হালকা চেপে পানি ঝরান।
  • রোদে দেয়ার সময় উল্টা করে (ভেতরের সেলাইয়ের অংশ বাইরে রেখে) রোদে দিন।
  • কাপড় অবশ্যই স্টিম আয়রন করে ব্যবহার করুন।